কঙ্গোর পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় আলোচনার ঘোষণা ইস্ট আফ্রিকা ব্লকের

গণপ্রজাতন্ত্রী কঙ্গোর পূর্বাঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ইস্ট আফ্রিকান নেতারা রোববার শান্তি আলোচনার ঘোষণা দিয়েছেন। সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ নগরী গোমার একেবারে উত্তরে এম২৩ গ্রুপের বিদ্রোহীরা সৈন্যদের সাথে সংঘাতে জড়িয়ে পড়ে। খবর এএফপি’র।
সাত দেশের সমন্বয়ে গঠিত ইস্ট আফ্রিকান কমিউনিট (ইএসি) বলেছে, তারা আগামী ২১ নভেম্বর কেনিয়ার রাজধানী নাইরোবিতে গণপ্রজাতন্ত্রী কঙ্গোর পূর্বাঞ্চল বিষয়ে ‘শান্তি সংলাপ’ করবে।
সেনাবাহিনীর এক কর্মকর্তা এএফপি’কে বলেন, ‘আমরা আজ সকালে যুদ্ধ করতে জেগে উঠি।’
আরেকজন জানান, পরিস্থিতি ছিল কঠিন। সেখানে লড়াইয়ে এম২৩ গ্রুপের অনেক যোদ্ধা নিহত হয়েছে। অপরদিকে কঙ্গো সেনাবাহিনীরও কয়েকজন সদস্য প্রাণ হারিয়েছে।
স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তা কর্মকর্তারা জানান, গোমার প্রায় ২০ কিলোমিটার দূরের আরেকটি এলাকা কিবুম্বায় রোববার রাত পর্যন্ত ভয়াবহ সংঘর্ষ হয়।
এম২৩ গ্রুপের বিদ্রোহীরা সম্প্রতি ডিআরসি’র নর্থ কিভু প্রদেশে হামলা জোরদার করে সেনাবাহিনীর বিরুদ্ধে জয়ের ধারা অব্যাহত রেখে সেখানের বিস্তৃত এলাকা দখল করে নিচ্ছে।
পাল্টা প্রতিশোধ গ্রহণে ‘বর্বর বোমা হামলা’ চালানোয় শনিবার গ্রুপটি কঙ্গো সেনাবাহিনীকে দায়ী করে। শক্তিশালী এ হামলায় দুই শিশুসহ ১৫ বেসামরিক নাগরিক নিহত হয়। এএফপি নিরপেক্ষভাবে মৃতের এ সংখ্যা নিশ্চিত করতে পারেনি।
ইএসি ব্লকের শান্তিরক্ষা অভিযানের অংশ হিসেবে কঙ্গোর পূর্বাঞ্চলে কেনিয়া সৈন্য মোতায়েন করার এক দিন পর সর্বশেষ এ সহিংসতা ঘটলো।