করোনার ভ্যাকসিন তৈরিতে ইইউ তহবিলে অর্থ দেবেন এরদোগান

করোনার ভ্যাকসিন তৈরিতে ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্বাধীন সৃষ্ট তহবিলে অর্থ দেবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। শনিবার প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন এ কথা জানান। খবর তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাকের।

স্থানীয় নিউজ চ্যানেল ২৪কে প্রেসিডেন্টের মুখপাত্র বলেন, ইইউর নেতৃত্বাধীন ভ্যাকসিন তহবিলে পরবর্তী সপ্তাহে আমাদের প্রেসিডেন্ট (এরদোগান) অংশগ্রহণ করবেন।

তিনি বলেন, তুরস্ক এই প্রচেষ্টায় অংশগ্রহণ করবে।তবে করোনা তহবিলে কি পরিমাণ অর্থ দেয়া হবে তা স্পষ্ট করেননি কালিন।

বিভিন্ন দেশ সম্ভাব্য ভ্যাসিনের গবেষণার কথা উল্লেখ করে ইব্রাহিম কালিন বলেন, সবার কাজের অংশগুলো একত্র করা উচিত।

এ সময় কলিন বলেন, শনিবার তুরস্কের তৈরি ভ্যান্টিলেটর ভ্রাতৃ দেশ সোমালিয়া পাঠানো হয়েছে। তুরস্কের প্রকৌশলীরা অতি স্বল্প সময়ে এসব ভ্যান্টিলেটর তৈরি করেছেন বলেও জানান কালিন।