করোনা: ভারতে একদিনে আবারও ৭৫ হাজারের বেশি রোগী শনাক্ত

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৫ হাজার ৮০০ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, রবিবার ভারতের মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬৫ লাখ ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ১ লাখ ১ হাজার ৭৮২ জনের। খবর এপির।

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতে এখনও দৈনিক সর্বাধিক সংখ্যক করোনা আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে। তবে ৮৩ শতাংশের বেশি সুস্থতার হার নিয়ে দেশটিতে এ সংখ্যা ৫৫ লাখ ছাড়িয়েছে।

করোনা আক্রান্ত হয়ে ভারতে মৃত্যুর হার ১.৫৬ শতাংশ।

বর্ধিত পরীক্ষার জন্যই দেশটিতে মৃত্যুর হার কম বলে দাবি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

সরকারি তথ্য অনুযায়ী ভারতে এ পর্যন্ত প্রায় ৮ কোটি মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে।

এদিকে অর্থনীতি পুনরুদ্ধারে আগামী ১৫ অক্টোবর থেকে সীমিত পরিসরে সিনেমা হল ও বিনোদন পার্কগুলো পুনরায় খোলার প্রস্তুতি নিচ্ছে ভারত সরকার।

তবে এ ধরনের পদক্ষেপে আসন্ন ধর্মীয় উৎসব এবং শীত মৌসুমে ভাইরাসের সংক্রমণ আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।