করোনা সন্দেহে বিমানবন্দর থেকেই হাসপাতালে বৃদ্ধ দম্পতি

সৌদি আরব ফেরত এক বৃদ্ধ দম্পতিকে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে পাঠানো হয়েছে। আনুমানিক ৭০ বছর বয়সী ওই দম্পতির শ্বাসকষ্টজনিত সমস্যা থাকায় তাদের হাসপাতালে পাঠানো হয় বলে জানান বিমানবন্দরে কর্মরত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ।

তিনি বলেন, সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ওই দম্পতি সৌদি এয়ারলাইন্সযোগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আসেন। হেলথ কার্ডে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে স্বাস্থ্য কর্মকর্তারা জানতে পারেন, বিগত বেশ কিছুদিন ধরে তারা শ্বাসকষ্টে ভুগছেন। তারা সম্প্রতি সৌদিপ্রবাসী ছেলের কাছে বেড়াতে যান। তারা সৌদি যাওয়ার আগে তাদের ছেলে চাকরির সুবাদে চীন সফর করেছিলেন। সৌদি যাওয়ার পর থেকে তাদের শ্বাসকষ্ট বাড়তে থাকে। সেখানে চিকিৎসা নিলেও তারা সুস্থ হননি।

ডা. সাজ্জাদ আরও বলেন, যেহেতু তার ছেলের চীন ভ্রমণের ইতিহাস রয়েছে তাই করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে সন্দেহে তাদের হাসপাতালে আইসোলেশনে রাখার জন্য পাঠানো হয়।

উল্লেখ্য, গতকালও ইতিলি, স্পেন ও সিঙ্গাপুরফেরত তিনজনকে করোনোভাইরাস সন্দেহে সরাসরি হাসপাতালে পাঠানো হয়।

আজরে বাজার/এ.এ