করোনা : সুইডেনে ৮ জনের বেশি মানুষের একত্রিত হওয়া নিষিদ্ধ

FILE PHOTO: Sweden's Prime Minister Stefan Lofven speaks at a news conference on new restrictions to curb the spread of the coronavirus disease (COVID-19), in Stockholm, Sweden, November 11, 2020. TT News Agency/Henrik Montgomery via REUTERS

মহামারি করোনাভাইরাস মোকাবেলায় নমনীয় পদক্ষেপ গ্রহণের জন্য শিরোনাম হওয়া দেশ সুইডেন এই প্রথমবারের মতো আট জনের বেশি মানুষের একত্রিত হওয়া সোমবার নিষিদ্ধ ঘোষণা করেছে। দেশটিতে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে তারা এমন ঘোষণা দিল। খবর এএফপি’র।
প্রধানমন্ত্রী স্টিফেন লফভেন সাংবাদিকদের বলেন, ২৪ নভেম্বর পর্যন্ত জনগণের একত্রিত হওয়ার সংখ্যা আটজনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। করোনাভাইরাসের লাগাম টেনে ধরতে পদক্ষেপ গ্রহণ প্রয়োজনীয় হয়ে পড়ায় এটা করা হলো। এর আগে দেশটিতে অনুষ্ঠানের ধরনের ওপর ভিত্তি করে ৫০ থেকে ৩শ’ মানুষের একত্রিত হওয়ার সুযোগ ছিল।