কর্মহীন ১২৫০ জন শ্রমিকের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ করেছেন পরিবেশ মন্ত্রী

করোনাভাইরাসের কারনে অসহায় ১২৫০ জন কর্মহীন পরিবহন শ্রমিকদের খাদ্যদ্রব্য সহায়তা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন। আজ বৃহষ্পতিবার মন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে মৌলভীবাজার জেলার বড়লেখা ও জুড়ী উপজেলার ১ হাজার ২শত ৫০জন কর্মহীন পরিবহন শ্রমিকের বাড়িতে খাদ্যদ্রব্য পৌঁছে দেয়া হয়েছে।

জুড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা বদরুল হোসেন এবং বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন-সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের মাধ্যমে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৮শ’ জন এবং জুড়ী উপজেলার ৪শ’৫০ জন পরিবহন শ্রমিকের বাড়িতে এসব খাদ্যদ্রব্য পৌঁছে দেয়া হয়। এসময় প্রত্যেক শ্রমিককে ১০ কেজি চাল, ৫ কেজি আলু ও ১ কেজি করে ডাল প্রদান করা হয়। করোনা ভাইরাস মোকাবিলায় সবাইকে ঘরে থাকার আহবান জানিয়ে পরিবেশ মন্ত্রী বলেন, জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের হবেন না। অতি জরুরি প্রয়োজনে বাইরে গেলেও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করবেন। তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান