কাবুলে আত্মঘাতী বোমা বিস্ফোরণ

সোমবার সকালে কাবুল–জালালাবাদ সড়কে পরপর দুটি আত্মঘাতী বিস্ফোরণ হয়। প্রথম বিস্ফোরণ ঘটে কাবুল–জালালাবাদ সড়কের পাশে অবস্থিত আফগান সেনা প্রশিক্ষণ শিবিরের সামনে। এক আত্মঘাতী জঙ্গি প্রশিক্ষণ শিবিরে সামনে নিজেকে উড়িয়ে দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

সেই বিস্ফোরণের জের কাটার আগেই কয়েক মুহূর্ত পরে দ্বিতীয় বিস্ফোরণ হয় ওই এলাকাতেই। সেনাবাহিনীই জঙ্গিদের নিশানা ছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান আফগান পুলিশের। আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রীর মুখপাত্র নসরৎ রাহিমি বলেন, বিস্ফোরণে এপর্যন্ত চারজন সেনা জওয়ানের জখম হওয়ার খবর মিলেছে।

জোড়া বিস্ফোরণের পরই সড়কের ওই অংশে যান চলাচল বন্ধ করে দিয়ে ঘিরে ফেলে পুলিশ এবং সেনা। তল্লাশি চলছে। এখনও কোন জঙ্গি গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

আজকের বাজার/লুৎফর রহমান