কাব্যিক ইমেজের চলচ্চিত্র ‌‘জল ও পানি’

গতানুগতিকতার বাইরে গিয়ে সম্পূর্ণ কাব্যিক ইমেজের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে হাজির হচ্ছেন সোহেল রানা বয়াতি। ভিন্নধর্মী চলিচ্চিত্রটিতে অভিনয় করছেন, নুসরাত জেরি, বাপ্পিরাজ, বদরুদ্দোজা, নিলুফার ওয়াহিদ, আ মা ম হাসানুজ্জামান ও মাষ্টার আপন।

কবি ও চলচ্চিত্রকার মাসুদ পথিক এর কবিতা ‘জল ও পানি’ অবলম্বনে এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রাইসুল তমাল। কবিতাটি মাসুদ পথিকের ‘চাষার বচন’ গ্রন্থে স্থান পেয়েছে।

রাইসুল তমাল জানান, সাম্প্রদায়িক মনস্তত্তের গভীরতা নিয়ে চলচ্চিত্রটিতে কাজ করা হয়েছে। একই সমাজে আমরা বসবাস করি অথচ কেউ বলে পানি কেউ বলে জল। পুরো চলচ্চিত্রটি একটি কাব্যিক ইমেজের মাধ্যমে সমাপ্তি ঘটে।

জল ও পানি ছবির শিরোনাম সংগীতে কন্ঠ দিয়েছেন আদনান রুশদি ও নাদিয়া ডোরা। সম্প্রতি বরিশালের প্রত্যন্ত গামে চলচ্চিত্রটির চিত্রগ্রহণের কাজ শেষ হয়েছে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের জন্য চিত্রগ্রহণ পরবর্তী কাজ চলছে।

আজকের বাজার: আরআর/ ২৯ আগস্ট ২০১৭