কাশ্মীর থেকে ৭ হাজার সেনা সরাচ্ছে ভারত

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে ৭ হাজার আধাসামরিক সেনা সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার এই বিষয়ে মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে সরকারি কর্মকর্তারা। সুরক্ষার ব্যাপারে পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে তারা।

কর্মকর্তারা জানিয়েছে, দেশজুড়ে থাকা সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (সিএপিএফ)-এর মোট ৭২ হাজার কোম্পানিকে তাদের অবস্থান থেকে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। যার মধ্যে ৭ হাজার সেনা কাশ্মীরে অবস্থান করছে। প্রত্যেক কোম্পানি’তে মোট একশত সেনা রয়েছে।

জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর বেশ কিছুদিন অশান্ত হয়ে ছিল অঞ্চলটি। তখন সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, সিআইএসএফ এবং এসএসবি থেকে বিপুল পরিমাণে সেনা মোতায়েন করা হয় সেখানে।

এর আগে চলতি মাসের শুরুতেও এই উপত্যকা থেকে প্রায় ২০ কোম্পানি সেনা সরিয়ে নেয়া হয়। তথ্যসূত্র- এনডিটিভি

আজকের বাজার/এমএইচ