কি ঘটেছিল জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে?

হস্টেলের ফি বৃদ্ধির প্রতিবাদে সম্প্রতি সরব হয়েছিল জেএনইউ। সেই রেশেই রবিবার সন্ধ্যে ৬.৩০ নাগাদ ‘শান্তিপূর্ণ মিছিলের’ ডাক দেন জেএনইউএর টিচার্স অ্যাসোসিয়েশন। ক্যাম্পাসে এবিভিপি এবং বাম সংগঠনের নেতাদের কোন্দলের একদিন পরই এই মিছিলের ডাক দেন তাঁরা। সেই উদ্দেশে জড়ো হয়েছিলেন সকলেই। এরপরই শুরু হয় অতর্কিত হামলা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৭.৩০ নাগাদ। প্রায় ৭০০ পুলিশ ছিল ক্যাম্পাসে, এমনটাই জানা গিয়েছে।

গোটা ঘটনায় এবিভিপির দিকে আঙুল উঠলেও, আরএসএসের এই শাখা গোটা বিষয়টি অস্বীকার করেছে। তাঁদের বক্তব্য বাম সদস্যরাই তাঁদের উপর আক্রমণ করে। যদিও এই ঘটনাকে ‘ফ্যাসিবাদ, নৈরাজ্যবাদের শক্তি’ বলে নিন্দা এবং ধিক্কারে মুখর হয়েছে বিরোধী দলগুলি। কংগ্রেসের সহ-সভাপতি প্রিয়াঙ্কা গান্ধী ভাদরা আহত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে যান এইমস হাসপাতালে।

আজকের বাজার/লুৎফর রহমান