কূটনীতিকদের সঙ্গে জাতীয় ঐক‌্যফ্রন্টের বৈঠক

কূটনীতিকদের সাত দফা দাবি এবং ১১টি লক্ষ্য জানিয়েছেন, বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। বিকেলে রাজধানীর গুলশানে একটি হোটেলে এক বৈঠকে, ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের সামনে এসব দাবি তুলে ধরেন তারা।

বৃহস্পতিবার বিকেল তিনটার পরপরই বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। প্রায় আধঘন্টার এ বৈঠকে ঐক্যফ্রন্টের পক্ষে নেতৃত্ব দেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এবং গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

এসময় ঢাকায় অবস্থানরত সুইজারল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কাতার, ভিয়েতনাম, কানাডা, তুরস্ক, চীন এবং ফান্সসহ বিভিন্ন দেশের কূটনীতিকদের কাছে আনুষ্ঠঅনিকভাবে ঐক্যফ্রন্টের ৭ দফা দাবি ও ১১ দফা তুলে ধরা হয়।

তবে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম গণমাধ্যমে কোনো কথা বলেননি। জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পর বিদেশী কূটনৈতিকদের সঙ্গে এটিই তাদের প্রথম বৈঠক।

আজকের বাজার/এমএইচ