কেনিয়ায় মার্কিন সেনা ঘাঁটিতে হামলা

ইরাকের হামলার পর কেনিয়ার লামু কাউন্টিতে মার্কিন সেনা ঘাঁটিতে হামলা চালাল আল শবাব জঙ্গিরা। আমেরিকা–কেনিয়ার যৌথ সেনা এই ঘাঁটিতে থাকে। জঙ্গি ও যৌথ সেনাবাহিনীর মধ্যে গুলির লড়াই দীর্ঘক্ষণ চলে বলে খবর। লামু কাউন্টির কমিশনার ইরুঙ্গু মাচিয়ারা হামলার কথা স্বীকার করে সংবাদসংস্থা এএফপি –কে জানান, একটি হামলার ঘটনা ঘটেছে। জঙ্গিদেরও জবাব দেওয়া হচ্ছে।

জঙ্গি গোষ্ঠীর পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, মুজাহিদিন যোদ্ধারা শত্রুপক্ষের ঘাঁটিতে প্রবেশ করেছে এবং সফলভাবে সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে। এমনকী সেনা ঘাঁটির একটি অংশ দখল করে রেখেছে। আমেরিকা এবং কেনিয়ার সেনার অনেকে হতাহত হয়েছেন বলেও দাবি জঙ্গি গোষ্ঠীর।

আল শবাব জঙ্গিদের প্রধান ঘাঁটি সোমালিয়ায়। কয়েক বছর আগে সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে উৎখাতের সময় প্রতিবেশী দেশ কেনিয়াও প্রচুর সেনা পাঠিয়েছিল। তাই কেনিয়াতেও একাধিকবার হামলা চালিয়েছে আল শবাব জঙ্গিরা। এবারর ফের বড় ধরণের হামলা চালাল আল শবাব। যদিও হতাহতের খবর এখনও মেলেনি।

আজকের বাজার/লুৎফর রহমান