কেন্দ্রে ধূমপান করায় এসআই সোহেলের সাজা

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটকেন্দ্রের ভেতরে ধূমপানের অভিযোগে এসআই সোহেল মাহমুদ (৫৫) নামে রেডিওমার্কার এক এজেন্টকে সাজা দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ জুন) সকালে ৫৫নং ওয়ার্ডের মুন্নু টেক্সটাইল উচ্চ বিদ্যালয়কেন্দ্রে এ ঘটনা ঘটে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দেবনাথ জানান, ভোটকেন্দ্রের ভেতরে ধূমপানের অভিযোগে এসআই সোহেল মাহমুদ নামে রেডিওমার্কার এক এজেন্টকে অর্থদণ্ড দেয়া হয়েছে। পেনাল কোর্টের ১৮৮ ধারায় তাকে ২০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে সাত দিনের জেল দেয়া হয়। পরে অর্থ পরিশোধ করায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।

প্রসঙ্গত, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ আজ মঙ্গলবার সকাল সকাল ৮টা থেকে শুরু হয়। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এই নির্বাচনে ৪২৫টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন। মোট সাত মেয়র প্রার্থীর পাশাপাশি ২৫৪ জন সাধারণ কাউন্সিলর ও ৮৪ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আজকের বাজার/এমএইচ