কোনো ব্যক্তি নয়, বঙ্গবন্ধু স্যাটেলাইটের মালিক বাংলাদেশ: প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মালিকানা কোনো ব্যক্তির নয়, এর মালিক বাংলাদেশ সরকার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের সভাপতি এবং আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (০৬ জুন) দশম জাতীয় সংসদের ২১তম বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, স্যাটেলাইট পৃথিবীর বহু দেশ অনেক আগে উৎক্ষেপণ করেছে। কিন্তু বাংলাদেশ এ ব্যাপারে কখনো চিন্তাই করেনি, যে স্যাটেলাইট উৎক্ষেপণ করা যাবে, আমরা এটা করেছি।

তিনি বলেন, স্যাটেলাইটের মালিকানা নিয়ে বিএনপির প্রশ্ন তোলা লজ্জাজনক।

যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার কথা বলে তিনি আরও বলেন, ‘বিশ্বে যখনই কোনো নতুন প্রযুক্তি আসবে, সেটা নিয়ে যেন আমরা গবেষণা করতে পারি, ধারণ করতে পারি, আমরা ব্যবহার করতে পারি, কিভাবে ব্যবহার উপযোগী হয় সেটাই আমরা করব। এখন স্যাটেলাইটের যুগ, স্যাটেলাইট আমরা পাঠিয়েছি। এখন দেখি বিশ্বে আবার নতুন আরেকটা কি যুগ আসে। আমরা সেদিকেও যাব।

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশ এলিট ক্লাবে প্রবেশ করেছে উল্লেখ করে শেখ হাসিনা জানান, সরকারই এরই মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ তৈরির কাজ শুরু করেছে।

উল্লেখ্য, গত ১১ মে বাংলাদেশ সময় দিবাগত রাতে মহাকাশে উৎক্ষেপণ করা হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। মহাকাশে স্যাটেলাইটের প্রকৃত সময় পর্যবেক্ষণকারী বিভিন্ন ওয়েবসাইট থেকে দেখা যায় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ১১৯ দশমিক ১৩ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে।

মানচিত্র অনুযায়ী ইন্দোনেশিয়ার পালু ও বোনটাংয়ের মধ্যবর্তী মাকাসার প্রণালির ওপর জিওস্টেশনারি কক্ষপথে ঘোরাফেরা করছে স্যাটেলাইটটি। এটি ২০১৩ সালে রাশিয়ান কোম্পানি স্কুটনিকের কাছ থেকে ভাড়া নেয়া অরবিটল স্লটে অবস্থান করবে।

বঙ্গবন্ধু স্যাটেলাইটে রয়েছে ৪০টি ট্রান্সপন্ডার। এর মধ্যে ২৬টি কেইউ-ব্যান্ড ও ১৪টি সি-ব্যান্ডের। ওই ট্রান্সপন্ডারগুলোর মধ্যে প্রাথমিকভাবে ২০টি ব্যবহার করবে বাংলাদেশ।

এই কক্ষপথ থেকে বাংলাদেশ ছাড়াও সার্কভুক্ত সব দেশ, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মিয়ানমার, তাজিকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান ও কাজাখস্তানের কিছু অংশ বঙ্গবন্ধু স্যাটেলাইটের আওতায় আসবে।

আজকের বাজার/ এমএইচ