ক্রিমিয়ার সেতু বিস্ফোরণ নিয়ে রাশিয়াকে ব্যঙ্গ ইউক্রেনের

একটি গাড়ি বোমা বিস্ফোরণে রুশ-অধিকৃত ক্রিমিয়ার সঙ্গে মস্কোর একমাত্র সংযোগ হিসেবে নির্মিত একটি মূল সেতু ক্ষতিগ্রস্থ হওয়ার পরে সরাসরি দায় স্বীকার না করলেও শনিবার ইউক্রেনের কর্মকর্তারা রাশিয়াকে উপহাস করেছেন।
প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ২০১৮ সালে ব্যক্তিগতভাবে কের্চ সেতুটি উদ্বোধন করেছিলেন। এটি ইউক্রেনে যুদ্ধরত রুশ সৈন্যদের সামরিক সরঞ্জাম বহনের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবহন সংযোগ হিসেবে কাজ করছে। খবর এএফপি’র।
মস্কো বলেছে যে সেতুটির ওপর বিশাল অগ্নি প্রজ্বলিত হয়ে একটি যানবাহন বিস্ফোরিত হয়। এতে করে ট্রেন পরিবাহিত সাতটি তেল ট্যাংকারে আগুন লেগে যায়। এতে বিশাল সড়ক ও রেল কাঠামোাটর দুটি গাড়ির লেন ক্ষতিগ্রস্ত হয়। সোশ্যাল মিডিয়ার ফুটেজে দেখা গেছে, সেতুটিতে আগুন লেগে কিছু অংশ সমুদ্রে ঝুলে পড়ে গেছে।
মস্কোর এক কর্মকর্তা প্রাথমিকভাবে রুশ-অধিকৃত ক্রিমিয়ার একজন কর্মকর্তা ‘ইউক্রেনীয় দুষ্কৃতকারীদের’ দিকে আঙুল তুলে দোষীদের খুঁজে বের করার প্রতিশ্রুতি দিলেও অবিলম্বে কিয়েভকে দোষারোপ করা বন্ধ করে দেন।
শুক্রবার পুতিন তার ৭০তম জন্মদিন উদযাপনের পর ঘটা এ বিস্ফোরণের দায় কোনো ইউক্রেনীয় কর্মকর্তা সরাসরি স্বীকার করেননি।