ক্ষুদ্র উদ্যোক্তারা দেশের মেরুদণ্ড: কৃষিমন্ত্রী

‘ক্ষুদ্র উদ্যোক্তারা দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখছেন’ উল্লেখ করে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ক্ষুদ্র উদ্যোক্তারা হলো অর্থনীতির মেরুদণ্ড। তারা দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রেখে চলেছে।

রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ১৪তম সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার প্রধান অনুষ্ঠানে তিনি একথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, উদ্যোক্তা তৈরি হলে বিনিয়োগ বাড়বে, যা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে। বাংলাদেশ আজ যে অবস্থানে এসেছে তার জন্য উদ্যোক্তাদের ভূমিকা রয়েছে।

তরুণ উদ্যোক্তাদের জন্য পরিবেশ সৃষ্টি করতে হবে উল্লেখ করে তিনি বলেন, এই তরুণরাই কৃষিকে লাভবান কৃষিতে রূপান্তর করবে।

আব্দুর রাজ্জাক বলেন, পণ্য সংরক্ষণ, প্রক্রিয়াজাত ও বাজারজাত কীভাবে করতে হবে সে বিষয়ে কারিগরি সহায়তা প্রয়োজন। ক্ষুদ্র ঋণে সুদের হার কমাতে হবে। সরকারের নানামুখী পদক্ষেপের ফলে যেখানে এক সময় আমাদের বাজেটের ৪০ শতাংশ ছিল বিদেশ নির্ভর, এখন মাত্র ২ শতাংশ।

তিনি আরও বলেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র এন্টারপ্রাইজগুলোর উল্লেখযোগ্য ভূমিকা অনস্বীকার্য। এ খাত শ্রমঘন ও উৎপাদন সময়কাল স্বল্প হওয়ায় জাতীয় আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে দ্রুত অবদান রাখতে সক্ষম।

আজকের বাজার/এমএইচ