ক্ষেপণাস্ত্র জোরদারের অঙ্গিকার ইরানী প্রেসিডেন্টের

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি পশ্চিমা দেশগুলোর উদ্বেগ সত্ত্বেও তার দেশের ক্ষেপণাস্ত্র সক্ষমতা জোরদারের অঙ্গীকার করেছেন।

রুহানি শনিবার সামরিক কুঁচকাওয়াজ অনুষ্ঠানে দেয়া ভাষণে বলেন, ‘আমরা কখনই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা কমাব না। বরং দিনে দিনে বাড়াব।’

উল্লেখ্য, ইরানের যে ক্ষেপণাস্ত্র আছে তা ৩ হাজার ৫শ’ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এটা ইসরাইল ও মধ্যপ্রা”যেকোন মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানার জন্য যথেষ্ট। তথ্য-বাসস

আজকের বাজার/এমএইচ