খাগড়াছড়িতে অগ্নিকান্ডে পুড়ে গেছে ১২টির বেশি ব্যবসা প্রতিষ্ঠান

জেলায় অগ্নিকান্ডে পুড়ে গেছে ১২টির বেশি ব্যবসা প্রতিষ্ঠান। আজ আনুমানিক ভোর ৪টায় পৌর শহরের শহীদ কাদের সড়ক এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে কাঠের দোকান, আসবাবপত্র, ডেকোরেশন, পাইপ ফিটিংসের দোকান, সিমেন্ট ও সারের গুদাম ও ফার্নিচার কারখানা রয়েছে। ফায়ার সার্ভিসের ২ টি  ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার সাইদুর রহমান খান জানান, আজ ভোররাত ৪ টার দিকে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে আসেন। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি তিনি। তদন্ত করে বিষয়টি জানানো হবে উল্লেখ করেন ওই কর্মকর্তা। (বাসস)