খাদ্য পণ্যের রপ্তানি বাড়াতে ইন্টারনেটের সাহায্য নিতে যাচ্ছে জাপান

কৃষিজাত, সামুদ্রিক এবং অন্যান্য খাদ্য পণ্যের রপ্তানি বৃদ্ধি করতে ইন্টারনেটের দিকে ঝুঁকে পড়ছে জাপান বহির্বাণিজ্য সংস্থা (জেটরো)।

অভ্যন্তরীণ উৎপাদক এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহের কাছে তথ্য পৌঁছে দিতে একটি ওয়েবসাইট তৈরি করবে সংস্থাটি।

অন্যদিকে, বিদেশি ক্রেতাদের জন্য প্রয়োজনীয় তথ্য যোগান দেয়ার জন্য আগামী বছরের শুরুর দিকে আরও একটি ওয়েবসাইট চালু করা হবে।

পণ্যের দর ও পরিমাণকে ঘিরে বিদেশী ক্রেতাদের প্রত্যাশাগুলো জাপানি উৎপাদকেরা যেন আরও ভাল উপলব্ধি করতে পারে, সে লক্ষ্যেই এ উদ্যোগ নিতে যাচ্ছে জেটরো। জাপান সরকার ২০১৯ সালের মধ্যে ৯শ কোটি ডলারেরও বেশি কৃষিজাত, সামুদ্রিক এবং অন্যান্য খাদ্য পণ্য রপ্তানির পরিকল্পনা করছে।

সূত্র : এনএইচকে ওয়ার্ল্ড

আজকের বাজার : এমএম / ১৩ সেপ্টেম্বর ২০১৭