খালেদা জিয়াকে ডিভিশন দিতে আদালতের নির্দেশ

ছবি : ইন্টারনেট

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য জেলে ডিভিশন চেয়ে আদালতে আবেদন করার পরশুনানি শেষে জেল কোড অনুসারে ডিভিশন দিতে নির্দেশ দিয়েছেন ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালত। আজ রোববার ডিভিশন চেয়ে আদালতে আবেদন করে খালেদা জিয়ার আইনজীবী।

খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার জাকির হোসেন ভুঁইয়া ও অ্যাডভোকেট আমিনুল ইসলামের এক আবেদনের পরিপ্রেক্ষিতে বেলা ১১টার পর এ আদেশ দেন আদালত।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা হওয়ার পর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের সাবেক ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

এদিকে সকাল ১০টার পর জজ কোর্টের বিচারক আখতারুজ্জামানের আদালতে যান খালেদা জিয়ার আইনজীবীরা। সেখানে রায়ের সার্টিফায়েড কপি তোলার যে আবেদন করা হয়েছিলে সেব্যাপারে অগ্রগতি জানতে চান আইনজীবীরা। অন্যদিকে রায়ের সত্যায়তি কপি চেয়ে আদালতে আবেদন করেছে দুদক। আইনজীবী খুরশিদ আলম খান বলেন, রায়ে কপি পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেবে তারা।

আজকের বাজার : আরএম/১১ ফেব্রুয়ারি ২০১৮