গাইবান্ধায় আদিবাসী নেতাকে মারধর, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

Gaibandha

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির আব্দুল খালেক নামে এক সদস্যকে মারধর করেছে চিনিকলের আনছার কর্মীরা। এর প্রতিবাদে রবিবার সকাল সকাল ১০ টা থেকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়ক অবরোধ করেছে আদিবাসী নারী-পুরুষরা।

গোবিন্দগঞ্জ থানার ভাররাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, রংপুর সুগার মিলের পুকুরে আজ সকালে অবৈধভাবে কয়েকজন মাছ ধরতে নামেন। এসময় সুগার মিলের আনছার কর্মীদের সঙ্গে আদিবাসীদের নেতাদের তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে আনছাররা আদিবাসী ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির নেতা আব্দুল খালেককে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে আদিবাসী সংগ্রাম কমিটির নেতা জাফরুল ইসলাম প্রধান অভিযোগ করেন, কোন অপরাধ ছাড়াই তাকে মারপিট করা হয়েছে। সে কোন পুকুরে মাছ ধরতে যায়নি। তাকে ফাসানো হয়েছে এবং আদিবাসীদের উসকে দেয়া হচ্ছে।