গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদের বাম জোটের হরতাল চলছে

গ্যাসের দামের বাড়ানোর প্রতিবাদে রবিবার সারাদেশে অর্ধদিবস হরতাল পালন করছে কয়েকটি বামপন্থী রাজনৈতিক দল।

সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত সারা দেশে হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোট।

সকালে রাজধানীর পল্টন ও মিরপুরে একটি মিছিল বের করে বাম গণতান্ত্রিক জোটের সমর্থকরা।

গ্যাসের দাম বাড়ানোর একদিন পর গত ১ জুলাই এই প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে বাম দল।

বিএনপি, ড. কামাল হোসেনের নেতৃত্বে গণফোরাম এবং আসম আব্দুর রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল এই প্রতিবাদ কর্মসূচিতে নৈতিক সমর্থন দিয়েছে।

তেল, গ্যাস, খনিজ সম্পদ, বিদ্যুৎ ও বন্দর রক্ষা জাতীয় কমিটিও গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছে।

গত ৩০ জুন দেশের সব শ্রেণির গ্রাহকের জন্য গ্যাসের দাম ৩২.৮ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়, যা ১ জুলাই থেকে কার্যকর হয়েছে।