গ্যাস জেনারেটর কিনবে মতিন স্পিনিং

মতিন স্পিনিং মিলস লিমিটেডের লোগো

বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলসের পরিচালনা পর্ষদ গ্যাস জেনারেটর কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি তিনটি গ্যাস জেনারেটর কিনবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি অতিরিক্ত বিদ্যুৎ খরচ কমানোর জন্য গ্যাস জেনারেটর কিনবে। গ্যাস জেনারেটর কিনতে ও স্থাপন করতে ২৩ কোটি ১৫ লাখ ৪০ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে।

মতিন স্পিনিং আশা করছে নতুন জেনারেটর স্থাপনের পর কোম্পানিটির বছরে প্রায় সাড়ে ৭ কোটি টাকা বিদ্যুৎ খরচ কমবে।