চট্টগ্রামে বাস-অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হন আরো ২ জন। নিহত ২ জনই সিএনজি অটোরিকশার যাত্রী।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারীস্থ মির্জাপুর ইউনিয়নের মইগ্যারহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, খাগড়াছড়ি পরিবহন নামে একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্শার ২ যাত্রী আবদুল মোতালেব (৭০) ও মো. নুরুল আবছার (৬০) ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অপর দুই যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে একটি ক্লিনিকে নিয়ে গেছেন।
হাইওয়ে থানার ওসি মো. মফিজ সাংবাদিকদের জানান, দুর্ঘটনার খবর পেয়ে আত্মীয়-স্বজনরা এলে একজনের মরদেহ তাদের কাছে হস্থান্তর করা হয়েছে। (বাসস)