চট্টগ্রামে ১১ কিশোর ছিনতাই ও ডাকাতি অপরাধে আটক

চট্টগ্রাম মহানগরীতে ছিনতাই ও ডাকাতিসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে ১১ কিশোরকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কোতোয়ালী থানার পুরাতন রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে।

এ সময় তাদের কাছ থেকে স্টিলের তৈরি দুটি টিপ ছুরি উদ্ধার করেছে পুলিশ।

আটককৃতদের মধ্যে মামুন (২২) নামে এক তরুণের পরিচয় পাওয়া গেছে। সে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার কল্লাপাথর পেট্রোবাংলা এলাকার মনিরুল ইসলামের ছেলে। বাকি কিশোরদের বেশিরভাগই ভাসমান। তাদের মধ্যে ১০ জনের বয়স ১২ থেকে ১৬ বছরের মধ্যে।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, ‘আটককৃত কিশোররা ছিনতাই ও ডাকাতিসহ পেশাদার অপরাধী চক্রের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের প্রস্তুতিকালে আটক হওয়ার কথা স্বীকার করেছে তারা।’

এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আজকের বাজার/আরআইএস