চট্টগ্রাম বাণিজ্য মেলা শুরু ১ ডিসেম্বর

আগামী ১ ডিসেম্বর থেকে চট্টগ্রাম নগরীর হালিশহরস্থ আবাহনী মাঠে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (সিএমসিসিআই) উদ্যোগে মাসব্যাপী ‘৪র্থ আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি মেলা ১৭’ শুরু হতে যাচ্ছে।

রোববার ২৬ নভেম্বর দুপুর সাড়ে এগারোটায় আগ্রাবাদস্থ সিএমসিসিআই কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন এ তথ্য জানানো হয়।

এতে লিখিত বক্তব্যে সিএমসিসিআই সভাপতি খলিলুর রহমান বলেন, ‘একটি আন্তর্জাতিক মানসম্পন্ন মেলার আয়োজন করতে গিয়ে নানা প্রতিবন্ধকতা ও অসুবিধা থাকা সত্ত্বেও আমরা চতুর্থবারের মত এই মেলার আয়োজন করতে যাচ্ছি।

দেশীয় শিল্পের বিকাশ ও প্রসারে এই মেলার গুরুত্ব অনেক বেশি। আমাদের প্রত্যাশা এই মেলায় দেশীয় শিল্পের উৎপাদিত পণ্যের প্রদর্শনের ফলে সাধারণ ক্রেতাদের মাঝে পণ্যের চাহিদা সৃষ্টি হবে। বিদেশি ক্রেতারাও তাদের প্রতিনিধির মাধ্যমে আমাদের এই মেলায় প্রদর্শিত পণ্যের বাজারে প্রবেশের সুযোগ পাবে।’

এই মেলা চট্টগ্রামের মানুষের মিলনমেলা হয়ে উঠবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, ‘নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় পুলিশ প্রশাসন সার্বিক সহায়তা প্রদান করবে।’

মেলার আহবায়ক আমিনুজ্জামান ভূঁইয়া তার বক্তব্যে বলেন, ‘ আগামী ১ ডিসেম্বর বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ মাসব্যাপী এই মেলার উদ্বোধন করবেন। ১ লক্ষ ৭০ হাজার বর্গফুট এলাকা নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই মেলায় মেগা প্যাভিলিয়ন, মিডিয়াম প্যাভিলিয়ন, স্টান্ডার্ড প্যাভিলিয়ন, ব্যাংক এন্ড ইন্স্যুরেন্স, স্টল, রেস্টুরেন্টসহ ১টি টাওয়ার ও ১টি ফোয়ারা থাকবে। ফায়ার সার্ভিসের একটি টিম সার্বক্ষণিক দায়িত্বে থাকবে। মেলার পুরো এলাকাটি সিসিটিভি ক্যামেরার পর্যবেক্ষণে থাকবে।’

মেলার যুগ্ম আহ্বায়ক এম এ মাহবুব চৌধুরী বলেন, ‘মেলায় দেশি পণ্যের পাশাপাশি কয়েকটি বিদেশি প্রতিষ্ঠানও অংশ নেবে। ভারতের গোদরেজ তাদের পণ্য নিয়ে মেলায় অংশ নেবে। এছাড়াও পিএইচপি গ্রুপ তাদের নতুন উৎপাদিত গাড়ি মেলায় প্রদর্শন করবেন। টাটা তাদের নতুন মোটর সাইকেল এই মেলায় প্রদর্শন ও বিক্রয় করবে।’

উল্লেখ, মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত দশটা পর্যন্ত চলবে। দর্শনার্থীদের প্রবেশ মূল্য ১০ টাকা রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পরিচালক মোহাম্মদ আবদুস সালাম, সৈয়দ আহসানুল আলম পারভেজ ও জাহাঙ্গীর চৌধুরী।