চট্টগ্রাম বিভাগে আরও ১০ করোনা রোগী শনাক্ত

চট্টগ্রাম বিভাগে নতুন করে আরও ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে ৭ জন এবং লক্ষ্মীপুর জেলায় ৩ জন।

চট্টগ্রাম জেলার ৭ জনের মধ্যে ৬ জন সাতকানিয়া উপজেলার একই পরিবারের সদস্য এবং অপরজন নগরীর দামপাড়ার বাসিন্দা।

রবিবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাটের ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ১০১টি নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা শনাক্ত হয়।

এনিয়ে চট্টগ্রামে মোট ২ হাজার ১৯২ জনের করোনা পরিক্ষায় শুধু চট্টগ্রামে ৫৫ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। এদের মধ্যে মোট সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন ১২ জন।

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রবিবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৫ জনে। এছাড়া এ পর্যন্ত মোট ৫ হাজার ৪১৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে সরকার।