চট্টগ্রাম বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। পূর্ণ ঘোষণা অনুযায়ী, ৮ ঘণ্টা বন্ধ থাকার পর আজ ৩০ মে মঙ্গলবার দুপুর ২টায় বিমান চলাচল শুরু হয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার রিয়াজুল কবির এই তথ্য জানান।

ঘুর্ণিঝড় মোরার প্রভাবে সৃষ্ট প্রতিকূল আবহাওয়ায় যেকোনো ধরনের দুর্ঘটনার ঝুঁকি এড়াতে মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত শাহ আমানত বিমানবন্দরের সব শিডিউল বাতিল হয়েছিল। গতকাল সোমবার রাতে শিডিউল বাতিলের ঘোষণা দিয়েছিল শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমান চলাচলের শিডিউল বাতিলের পর রিয়াজুল কবির অর্থসূচককে বলেছিলেন, ঘুর্ণিঝড় মোরার প্রভাবে মঙ্গলবার ভোর পৌনে ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সব ধরনের ফ্লাইট অপারেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবস্থার অবনতি ঘটলে বিমান চলাচলের ওপর আরোপিত এই নিষেধাজ্ঞা আরও বাড়ানো হতে পারে।

প্রসঙ্গত, বঙ্গপোসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোরার প্রভাবে গতকাল সোমবার সকাল থেকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সব ধরনের পণ্য উঠা-নামা বন্ধ রাখলেও বিমান চলাচল স্বাভাবিক রেখেছিল শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ।

আজকের বাজার:এলকে/এলকে/৩০ মে ২০১৭