চলছে জেনেক্স ইনফোসিসের আইপিও লটারির ড্র

আজ বৃহস্পতিবার জেনেক্স ইনফোসিস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও লটারির ড্র অনুষ্ঠিত হচ্ছে। আজ সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইনস্টিটিউশন অব ইনঞ্জিনিয়ার্স ভবন, রমনা,ঢাকায় কোম্পানির লটারি অনুষ্ঠান শুরু হয়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে প্রতিষ্ঠানটির আইপিও আবেদন চলে ১৮ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত। ২০ কোটি টাকার শেয়ারের বিপরীতে আবেদন জমা পড়ে ৩৫ দশমিক ৭৫ গুন ।
প্রতিষ্ঠানটি পুঁজিবাজার থেকে ২ কোটি শেয়ার বিক্রি করে ২০ কোটি টাকা উত্তোলন করবে। আর আইপিওতে অভিহিত মূল্য ধরা হয়েছে ১০ টাকা। শেয়ারবাজার থেকে উত্তোলিত এ অর্থ ব্যবসা সম্প্রসারণ ঋণ পরিশোধ ও আইপিও খরচ বাবদ ব্যয় করা হবে।

প্রতিষ্ঠানটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড।

উল্লেখ্য, ৩০ জুন ২০১৭ পর্যন্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী প্রতিষ্ঠানটির পুন:মূল্যায়ন ছাড়া নীট সম্পদ মূল্য বা এনএভি দাঁড়িয়েছেন ১৩.৯৬ টাকা।জেনেক্স ইনফোসিসের সাবসিডিয়ারি কোম্পানিসহ ২০১৬-১৭ অর্থবছরে সমন্বিত শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ২.০২ টাকা।