চীনে আবারও চালু হচ্ছে সবচেয়ে দ্রুত গতির বুলেট ট্রেন

আবার চালু হচ্ছে চীনের দ্রুতগতির বুলেট ট্রেনগুলো। বিবিসি জানিয়েছে, এসব ট্রেনের কয়েকটিকে আবারও চালু করা হচ্ছে আগামী সপ্তাহ থেকে। সেপ্টেম্বর মাসের ২১ তারিখ থেকে সাতটি বুলেট ট্রেনকে সর্বোচ্চ গতিবেগে চলাচলের অনুমতি দেওয়া হবে। ২০১১ সালে ফুশিং নামের এই ট্রেনগুলোর সর্বোচ্চ গতিবেগ রেকর্ড করা হয়েছিল প্রতি ঘণ্টায় ৩০০ কিলোমিটার।

এর আগে দুটি ট্রেন দুর্ঘটনায় ৪০ জন যাত্রীর মৃত্যু হয়। এবার ট্রেনগুলো চলবে আরও দ্রুত গতিতে, ঘণ্টায় ৩৫০ কিলোমিটার গতিবেগে। ফলে বেইজিং থেকে সাংহাইয়ের যাত্রার সময় এক ঘণ্টা কমে যাবে। চীনের মোট রেলপথ ১৯ হাজার ৯৬০ কিলোমিটার লম্বা বলে ধারণা করা হয়।

উন্নত মনিটরিং প্রযুক্তি বসানো হয়েছে এই ট্রেনগুলোতে। জরুরি সংকেত বেজে ওঠার সঙ্গে সঙ্গে ট্রেনটি স্বয়ংক্রিয়ভাবে গতি কমাবে, নয়তো একেবারে থেমে যাবে। রেল কোম্পানিগুলো রেলপথের উন্নয়নের জন্য কাজ করছে যাতে ট্রেনগুলো ঘণ্টায় ৪০০ কিলোমিটার বেগে চলতে পারে।

আজকের বাজার: এমএম/ ২৩ আগস্ট ২০১৭