ছাত্রলীগের সম্মেলন মার্চে করতে শেখ হাসিনার আগ্রহ

স্বাধীনতার মাস মার্চ মাসে ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠানের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় প্রধানের সে আগ্রহের বিষয়টি জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (৬ জানুয়ারি) ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত সমাবেশে শেখ হাসিনার সে আগ্রহের বিষয়টি জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, নেত্রীর (শেখ হাসিনা) ইচ্ছা স্বাধীনতার মাস মার্চে ছাত্রলীগ তাদের সম্মেলন করুক। নেত্রী তার ইচ্ছের কথা জানিয়েছেন। এখন দায়িত্ব ছাত্রলীগের। আমরা তো তাদের সম্মেলনের দিন-তারিখ ঠিক করে দিতে পারি না। আশা করি, শিগগিরই ছাত্রলীগ সম্মেলনের তারিখ ঘোষণা করবে।’

ছাত্রলীগের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা এখন সম্মেলন না করলে কখন করবে? বর্তমান কমিটিতে যারা আছ, তারা তো মূল দলে অনেক জুনিয়র হয়ে যাবে। আওয়ামী লীগ সব সময় তরুণ নেতৃত্ব চায়। তোমরা এখন নেতৃত্বে না আসলে কবে আসবে? শিগগিরই সম্মেলন করবে।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘শেখ হাসিনার সাহসিকতা থেকে ছাত্রলীগকে শিক্ষা নিতে হবে। এমন কোনো কাজ করা যাবে না, যাতে আওয়ামী লীগের বদনাম হয়।’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন প্রমুখ।

আজকের বাজার: এসএস/ ৬ জানুয়ারি ২০১৮