ছাত্রীকে গালাগাল: প্রতিবাদ করায় শ্রেণিকক্ষেই কলেজ শিক্ষককে মারধর

নিজের সামনে ছাত্রীকে গালাগালের প্রতিবাদ করায় সরকারি বরিশাল কলেজে শ্রেণি কক্ষে শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল নেতা র‌ফিকুল ইসলাম টিপুর ‌বিরু‌দ্ধে। ভুক্তভোগী শিক্ষক সঞ্জীব কুমার কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অতি‌থি শিক্ষক হিসেবে কর্মরত আছেন। আর অভিযুক্ত টিপু সরকারি বরিশাল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক।

আহত শিক্ষক সঞ্জীবের ভাষ্য, রবিবার বিকা‌লে ক‌লে‌জে অতিরিক্ত ক্লাস নেয়া হ‌চ্ছি‌ল। ওই ক্লা‌সে যোগ দিতে এক ছাত্রী শহরের কাটপট্রি এলাকা থে‌কে রিকশা‌যো‌গে ক‌লে‌জে ২০ টাকা ভাড়া চু‌ক্তি‌তে আসে। কিন্তু ক‌লে‌জে পৌঁছা‌নোর পর ওই রিকশাচালক ৪০ টাকা ভাড়া দাবি করলে তাদের মধ্যে কথাকাটাকা‌টি হয়। প‌রে ছাত্রী ক্লা‌সে চ‌লে আসার কিছুক্ষণ প‌রেই টিপু ক্লা‌সে ঢু‌কে ওই ছাত্রী‌কে গালাগা‌লি কর‌তে থা‌কে। বিষয়‌টি‌তে বাধা দি‌তে গে‌লে তাকেও (শিক্ষক) গালাগাল করে একপর্যা‌য়ে ব্যাপক মারধর ক‌রে।

এ প্রসঙ্গে ক‌লে‌জের শিক্ষক প‌রিষ‌দের সম্পাদক ল‌তিফা বেগম ব‌লেন,‘বিষয়‌টি শু‌নে‌ছি। আইনি প্রক্রিয়ায় যা‌বো কিনা সেটা ক‌লেজ অধ্যক্ষ সিদ্ধান্ত নি‌বে।’যোগাযোগ করা হলে ক‌লে‌জ অধ্যক্ষ আব্দুর রাজ্জাক বলেন,‘সোমবার ক‌লে‌জে বসে বিষয়‌টি নি‌য়ে সিদ্ধান্ত নেয়া হবে।’তবে বার বার চেষ্টা করেও অভিযুক্ত ছাত্রদল নেতা র‌ফিকুল ইসলাম টিপুর বক্তব্য নেয়া সম্ভব হয়‌নি। সূত্র-ইউএনবি

আাজকের বাজার/আখনূর রহমান