জমি কিনবে ফার্মা এইডস

পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ফার্মা এইডস লিমিটেডের পরিচালনা পর্ষদ ১০৩ ডেসিমেল জমি ক্রয় করবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা মৌজায় অবস্থিত কারখানার কাছেই  রেজিস্ট্রেশন ও অন্যান্য ব্যয় বাদে শুধু জমি কিনতে ব্যয় হবে ১১ কোটি ৩৮ লাখ টাকা।

এ জমিতে একটি স্টেট অব দ্যা আর্ট অ্যাম্পুল উৎপাদন প্ল্যান্ট স্থাপন করা হবে, যা হবে গুড ম্যানুফেকচারিং প্র্যাক্টিস (জিএমপি) এবং আইএসও মান সম্পন্ন।

কোম্পানির নিজস্ব অর্থায়নে এ প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনে উপযুক্ত উৎস থেকে ঋণ নিয়ে প্ল্যান্ট বাস্তবায়ন করা হবে।

শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে ২৬ জুন সকাল সাড়ে ১১টায় বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ জুন।