জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সাউথইস্ট ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।

 

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ১৩ ডেসিমেল জমি বেচবে। সাউথইস্ট ব্যাংক মৌলভিবাজারে ৫ তলা পুরাতন বিল্ডিংয়ের বেসমেন্টসহ বিক্রি করবে।

এই জমির বুক ভ্যালু ১৫ কোটি ১৬ লাখ ৬৫ হাজার ৬১৩ টাকা।

সাউথইস্ট ব্যাংক জমি বিক্রির প্রক্রিয়া পরবর্তী নোটিসের মাধ্যমে জানাবে।

কোম্পানিটি ২০১৬ সালে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিলো। এর আগের বছর দিয়েছিলো ১৫ শতাংশ।

‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

বর্তমানে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৩২ দশমিক ৩৪ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৯ দশমিক ৬৬ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩১ শতাংশ শেয়ার রয়েছে।

রাসেল/