জয়পুরহাটে বিশ্ব জলাতঙ্ক দিবস পালন

জলাতঙ্কের অবসান, সকলে মিলে সমাধান- এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার দুপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা জেলা আধুনিক হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের আওতায় আধুনিক জেলা হাসপাতাল জয়পুরহাট জলাতঙ্ক দিবসের এই আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতেই জলাতঙ্ক রোগ ও ঝুঁকি এবং প্রতিকার নিয়ে একটি পাওয়ার প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা আধুনিক হাসপাতালের বক্ষ্যব্যাধি চিকিৎসক আমানুল্লাহ। জেলা আধুনিক হাসপাতালের তত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক আলোচনা সভায় সভাপতিত্ব করেন।

বিশ্ব জলাতঙ্ক দিবসের আলোচনায় অংশগ্রহণ করেন- আবাসিক মেডিকেল অফিসার ডা. শহীদ হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন, জয়পুরহাট রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি গোলাম হাক্কানী, ইসলামিক ফাউ-েশনের উপ-পরিচালক রিয়াজুল ইসলাম, জেলা ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি বাবু সওদাগর প্রমুখ।
সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার চৈতি রায়সহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ও সেবিকারা এতে অংশগ্রহন করেন। (বাসস)