জলবায়ুর নতুন ‘উচ্চাকাক্সক্ষী’ লক্ষ্যের প্রস্তাব দিতে বাইডেনের প্রতি জাতিসংঘ প্রধানের আহ্বান

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস প্যারিস জলবায়ু চুক্তিতে ফের যোগ দেয়ার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সিদ্ধান্তকে বুধবার স্বাগত জানিয়েছেন। তবে তিনি বৈশ্বিক উষ্ণতা হ্রাসের লড়াইয়ের ব্যাপারে একটি ‘উচ্চাকাক্সক্ষী’ পরিকল্পনা গ্রহণে তার প্রতি আহ্বান জানান। খবর এএফপি’র।
গুতেরেস এক বিবৃতিতে বলেন, ‘প্যারিস জলবায়ু পরিবর্তন চুক্তিতে ফের যোগ দেয়ার এবং জলবায়ু সংকট মোকাবেলায় বিশ্বের বিভিন্ন দেশের সরকার, নগর, রাজ্য, ব্যবসায়ী গোষ্ঠীর ক্রমবর্ধমান জোট ও জনগণের নেয়া উচ্চাকাক্সক্ষী পদক্ষেপে অংশ নিতে প্রেসিডেন্ট বাইডেনের পদক্ষেপকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি।’
তিনি বলেন, ২০৩০ সালের উচ্চাকাক্সক্ষী লক্ষ্য এবং এ বছরের শেষের দিকে গ্লাসগোতে কোপ২৬’র অগ্রগতির ব্যাপারে জলবায়ু অর্থনীতি নিয়ে জাতীয়ভাবে নির্ধারিত নতুন কার্যক্রম এগিয়ে নেয়াসহ একটি ভারসাম্যপূর্ণ জলবায়ুর ব্যাপারে বৈশ্বিক প্রচেষ্টা জোরদার করতে আমরা যুক্তরাষ্ট্রের নেতৃত্বের অপেক্ষায় রয়েছি।’