জাককানইবিতে শুরু হয়েছে বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালর চারুকলা বিভাগের আয়োজনে বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী চলছে।

বুধবার (৯ মে) তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান। পরে তিনি শিক্ষার্থীদের শিল্পকর্ম প্রদর্শন করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. জাহিদুল কবির, চারুকলা বিভাগের প্রধান নগরবাসী বর্মনসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী এ প্রদর্শনীতে প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত শিক্ষার্থীদের শিল্পকর্ম স্থান পেয়েছে।

প্রদর্শনীতে অংশগ্রহণকৃতদের মধ্যে সকল মাধ্যমে শ্রেষ্ঠ নজরুল পুরস্কার পলাশ শেখ, স্ট্রীম শ্রেষ্ঠ পুরস্কার শিল্পচার্য জয়নুল আবেদিন পুরস্কার সুদীপ চাকমা, শিল্পী কামরুল হাসান পুরস্কার বকুল মিয়া, শিল্পী কাইয়ুম চৌধুরী পুরস্কার ফৌজিয়া আবিদা স্বর্ণাসহ ১৮ জন শিক্ষার্থী সেরা নির্বাচিত হয়েছেন। তাদের সেরা শিল্পকর্মের জন্য আগামী ২৫ মে পুরস্কার এবং সার্টিফিকেট প্রদান করা হবে।

রাসেল/