জাতিসংঘ মিশনে বাংলাদেশি এক সেনা নিহত

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে লেফটেন্যান্ট কমান্ডার আশরাফ সিদ্দিকী নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ জুন) সুদানের পশ্চিমাঞ্চলের মধ্য ইকাতুরিয়া অঞ্চলে একটি ত্রাণের গাড়ির নিরাপত্তার দায়িত্ব পালনকালে সন্ত্রাসীরা আশরাফকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে ঘটনাস্থালেই তিনি নিহত হন।

পরে নিরাপত্তাবাহিনী সন্ত্রাসীদের লক্ষ্য করে পাল্টা গুলি ছোঁড়লে তারা পালিয়ে যায় বলে জানায় কর্তৃপক্ষ। তবে, কোন সন্ত্রাসী গোষ্ঠী এ হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলাবাহিনী। এর আগে, ২০১১ সালে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ৫৬ জন শান্তিরক্ষী নিহত হন।

আরজেড/