জাপানে বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ড, নিহত ১১

জাপানের উত্তরাঞ্চলীয় একটি প্রদেশের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ জন নিহত হয়েছে।বুধবার রাতে হোক্কাইডো প্রদেশের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত সাপ্পোরো সিটিতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গুরুতর আহত আরো ৫ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, রাত ১১ টা ৪০ মিনিটের দিকে কাঠের তৈরি তিনতলা ওই বৃদ্ধাশ্রমটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।কিভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে পুলিশ তা বলতে পারেনি।

আজকের বাজার:এসএস/১ফেব্রুয়ারি ২০১৮