হামলাকারীরা জীবনেও বেহেশতে যাবে না: প্রধানমন্ত্রী

ধর্মান্ধরাই ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যারা হামলা করেছে তারা জীবনেও বেহেশতে যাবে না। আজ রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

বিজ্ঞানমনস্ক জাতি, বিজ্ঞান সংক্রান্ত গবেষণা উন্নয়ন ও ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ২০১০ সাল থেকে এই ফেলোশিপ দেওয়া শুরু করে সরকার। জাতীয় পর্যায়ে দক্ষ ও বিশেষ যোগতাসম্পন্ন বিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও গবেষক সৃষ্টিই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।

প্রধানমন্ত্রী বলেন, গবেষণা ছাড়া উদ্ভাবন সম্ভব না, আর উদ্ভাবন না হলে দেশ সামনে এগোতে পারবে না। তাই গবেষণা ক্ষেত্রকে উন্নত করতে সবধরনের পদক্ষেপ নিয়েছে সরকার। বিজ্ঞান শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আরো আগ্রহী হওয়ার আহ্বান জানান তিনি।

লেখক মুহাম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারীদের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, নিরীহ মানুষ হত্যাকারীরা ধর্মান্ধ। এদেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের কোনো জায়গা নেই।

উন্নত প্রযুক্তির সুফল কাজে লাগিয়ে দেশ গড়ার কাজে তরুণ প্রজন্মকে আরও ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

আজকের বাজার/আরজেড