জিম্বাবুয়েকে হারিয়ে এগিয়ে টাইগাররা

জিম্বাবুয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। আজ রোববার রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়েকে রানে হারিয়েছে টাইগাররা।

ম্যাচে ১৪৪ রানের একটি আলো ঝলমলে ইনিংস খেলে ম্যাচ অব দ্যা ম্যান হয়েছেন ইমরুল কায়েস।

শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বেলা আড়াইটায় শুরু হয় ম্যাচ। এতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। ম্যাচের গোড়াপত্তন করতে নামেন লিটন দাস ও ইমরুল কায়েস। তবে ইনিংসের সূচনাটা ভালো হয়নি।

আজ জিম্বাবুইয়ের সঙ্গে ছেলেখেলা খেলে টাইগাররা ম্যাচ জিতে নেবে এমন আশা করছিলেন ভক্ত-সমর্থকরা। সেখানে মাত্র ৬৬ রানে ৩ উইকেট হারিয়ে বসে টাইগাররা। এরপর একটু স্থিতি এলেও পরে আবার অল্প রানের ব্যবধানে আরও ৩ উইকেট হারায় বাংলাদেশ। কিন্তু ইমরুল কায়েসের বীরোচিত ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ২৭১ রানের এক বিশাল সংগ্রহ নিশ্চিত করে তারা।

ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে জিম্বাবুইয়ে। বাংলাদেশের বোলারদের টাইট বোলিংয়ের সামনে তাদের কোনো ব্যাটসম্যানই দাঁড়াতে পারেনি। তবে টেনেটুনে ৫০ ওভার খেলা শেষ করে যায় তারা। তাতে সংগ্রহ হয় ২৪৩ রান। বাংলাদেশ ২৮ রানে জয়ী হয়।