জেএসসি-জেডিসিতে জিপিএ-৪ পদ্ধতি চালু আগামী বছর

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী বছর (২০২০ সাল) থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় ফলাফলের সর্বোচ্চ মান জিপিএ-৪ পদ্ধতিতে বাস্তবায়ন করা হবে।

মঙ্গলবার সচিবালয়ে জেএসসি ও জেডিসি পরীক্ষা উপলক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘এটা নিয়ে আমরা আমাদের পরিসরে কথা বলেছি। এটা এ বছর থেকে কার্যকর হবে না। এ পদ্ধতিটি আগামী বছর থেকে ইনট্রোডিউস (চালুর) করার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।’

ছাত্রীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শিক্ষা ক্ষেত্রে এবার উল্টোভাবে সমতায় ব্যত্যয় ঘটেছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত অসমতা কমেছে। এটা ২০১৯ সালে এসেও আমরা আশা করছি ঝড়ে পড়া কমবে। এ পর্যন্ত একবারও ঝড়ে পড়ার হার বাড়েনি, ক্রমান্বয়ে কমেছে।’

প্রসঙ্গত, জেএসসি ও জেডিসি পরীক্ষায় ফলাফলে বর্তমানে সর্বোচ্চ জিপিএ-৫ মান বিদ্যমান রয়েছে। বিশ্বের অন্যান্য দেশের সাথে সামঞ্জস্য রাখতে সরকার এটাকে জিপিএ-৪ করার উদ্যোগ নিতে যাচ্ছে।

আজকের বাজার/এমএইচ