ঝড়ে উড়ে গেল করোনা রোগীদের হাসপাতাল

প্রবল ঝড় ও বৃষ্টিপাতে কাতারের একটি মাঠে করোনায় আক্রান্তদের জন্য নির্মিত অস্থায়ী হাসপাতাল তছনছ হয়ে গেছে। এ ঘটনায় হাসপাতালের ২৩ জন কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার আরব নিউজের খবরে এ তথ্য জানানো হয়েছে।

দুই সপ্তাহ আগে দোহার উত্তরে উম্ম সালাল এলাকায় হাসপাতালটি নির্মাণ করা হয়েছিল। শুক্রবার ঝড়ে হাসপাতালটি তছনছ হয়ে যায়। এসময় অনেক যন্ত্রপাতিও উড়ে যায়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোগীদের সুরক্ষা ও বদলি করার সময় স্বাথ্যকর্মীদের ২৩ সদস্য আহত হয়েছেন। তবে এ ঘটনায় কোনো রোগীর আহত হয়নি

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, হাসপাতালের ছাদ উড়ে গিয়ে একটি গাড়ির উপর পড়েছে। অনেকে ঘটনাস্থল থেকে দৌঁড়ে নিরাপদ স্থানে সরে যাচ্ছিলেন।

উল্লেখ্য, কাতারে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৪০৯ জন । এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৩৭২ জন। মারা গেছেন ১০ জন।