টিসিবিতে বিক্রি হবে পেঁয়াজসহ নিত্যপণ্য

পেঁয়াজসহ নিত্যপণ্যগুলো ট্রাকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভোক্তা পর্যায়ে দাম নিয়ন্ত্রণে রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) এ নির্দেশনা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বুধবার এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি।

সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মফিজুল ইসলাম টিসিবি কর্তৃপক্ষকে এ নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।

বাণিজ্য সচিব মফিজুল ইসলাম এ সময় বলেন, পেঁয়াজসহ নিত্যপণ্য ট্রাকে সেল করবে টিসিবি। যাতে ভোক্তা পর্যায়ে দামটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে।

যেগুলোর দাম বাড়ার সম্ভাবনা আছে তার সবই টিসিবি বিক্রি করবে বলে জানান তিনি।

আজকের বাজার/এমএইচ