টি-টোয়েন্টি অধিনায়ক তামিম

ইনজুরির কারনে সাবিক আল হাসান শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি খেলতে পারছেন না। ফলে  প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে অধিনায়কের দায়িত্ব পেলেন বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল।

এর আগে টেস্ট এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিংয়ের সময় ইনজুরিতে পড়েন । এতে করে টেস্ট সিরিজে খেলতে পারেননি তিনি। তাই টেস্টে অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

গতকাল ১০ ফেব্রুয়ারি শনিবার সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছিলো বিসিবি। ১৫ সদস্যের দলে ছিলেন সাকিব আল হাসান।

টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের বর্তমান দল:

তামিম ইকবাল (অধিনায়ক) ,সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, আরিফুল হক, জাকির হাসান, আফিফ হোসাইন, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু হায়দার রনি, আবু জাহেদ রাহি ও মেহেদী হাসান।

আজকের বাজার : আরএম/১১ ফেব্রুয়ারি ২০১৮