ট্রাম্পকে বাণিজ্য যুদ্ধের ব্যাপারে মার্কেলের হুঁশিয়ারি

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বাণিজ্য যুদ্ধের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়েছেন। খবর এএফপি’র।

ট্রাম্প ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) থেকে আমদানিকৃত গাড়ির ওপর মাত্রাধিক পরিমাণের শুল্ক আরোপ করেন। এরপরই জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল এমন হুঁশিয়ারি দেন।

বুন্ডেস্টাগ ফেডারেল পার্লামেন্টে দেওয়া এক ভাষণে মার্কেল বলেন, ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ট্রাম্প শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়ার পর থেকে উভয় পক্ষ কার্যকরীভাবে একটি বাণিজ্য সংঘর্ষে জড়ানোর পথে দাঁড়িয়ে আছে।

তিনি বলেন, এই সংঘর্ষকে সত্যিকারের যুদ্ধে পরিণত হওয়া থেকে ঠেকানোর সময় আছে এখনো। কিন্তু এজন্য উভয় পক্ষেরই পদক্ষেপ নিতে হবে।

ট্রাম্প শনিবার অভিযোগ আনেন যে, সম্ভবত ইউরোপও বাণিজ্যের ক্ষেত্রে চীনের মতো খারাপ।

ট্রাম্প জানান যে, তিনি ইইউ থেকে আমদানিকৃত গাড়ির ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছেন।

ইইউ ট্রাম্পের ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক আরোপের জবাবে, যুক্তরাষ্ট্র থেকে ইউরোপে আমদানিকৃত হুইস্কি, জিনস ও হার্লে-ডেভিডসন মোটরসাইকেলসহ বিভিন্ন মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করেছে।

আজকের বাজার/একেএ