জাতিসংঘের বিশেষজ্ঞের সতর্কতা

ট্রাম্পের গণমাধ্যমের ওপর আক্রমণ সহিংসতা বাড়াতে পারে

সংবাদমাধ্যমের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আক্রমণ সহিংসতা বাড়াতে পারে বলে জাতিসংঘের গণমাধ্যম বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করেছেন। এর আগে গণমাধ্যমকে জনগণের শত্রু বানানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিল দেশটির অন্যতম প্রধান সংবাদমাধ্যম ‘নিউ ইয়র্ক টাইমস’। ট্রাম্পের মিডিয়া বিদ্বেষী বক্তব্যের দ্বারা গণমাধ্যমের মুক্ত অধিকার ও সৌজন্যতা খর্ব হচ্ছে বলে সংস্থাটির বরাতে জানিয়েছে ‘বিবিসি’।

জাতিসংঘের গণমাধ্যমের নিরাপত্তা ও অধিকার সংরক্ষণ বিষয়ক দূত ডেভিড কায় ও এডিশন লানজা যৌথ বিবৃতিতে জানান, আক্রমণাত্তক বক্তব্যের মাধ্যমে সাংবাদিকতার স্বাধীনতা খর্ব করা হয়েছে। ট্রাম্প তার সাম্প্রতিক বক্তব্যে গণমাধ্যমকে কৌশলগতভাবে আক্রমণ করেছেন এবং তিনি ও তার মেয়ে মুক্ত সাংবাদিকতা ও নির্ভরযোগ্য তথ্যগুলোকে অপমান করেছেন বলে পর্যবেক্ষকদের বরাতে দাবি করেছে ‘রয়টার্স’।

ডেভিড কায় ও এডিশন লানজা আরো বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প তার সরকারের বিভিন্ন সময় গণমাধ্যমকে আক্রমণ করেছেন। এমনকি তিনি সাংবাদিকদের জনগণের শত্রু হিসেবেও ঘোষণা দিয়েছেন যা কোনভাবেই নিন্দ্বার ভাষা হতে পারে না।’ ইয়ন নিউজ

আজকের বাজার/এমএইচ