ডাইনামিক সিকিউরিটিজকে জরিমানা করলো বিএসইসি

ডাইনামিক সিকিউরিটিজ কনসালটেন্টসকে ২ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের ৬৫৫তম নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  কমিশন সূত্রে এই তথ্য জানা গেছে।

ব্রোকারেজ হাউজটি থেকে সমন্বিত গ্রাহক হিসাবে তহবিলের ঘাটতি থাকার মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০ এর সেকশন ১১ এবং দ্বিতীয় তফসিলের আচরণবিধি ১ ও ৬ লঙ্ঘন করেছে। এই আইন ভঙ্গের কারণে বিএসইসি প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে।

জাকির/আজকের বাজার