ডিআর কঙ্গোতে ইবোলা মহামারীর সমাপ্তি ঘোষণা

ডিআর কঙ্গোতে আনুষ্ঠানিকভাবে ইবোলা মহামারীর সমাপ্তি ঘোষণা করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আল জাজিরার।

এই মহামারীতে প্রায় ১০ সপ্তাহে নিহত হয়েছেন ৩৩ জন।

ডিআর কঙ্গোর স্বাস্থ্যমন্ত্রী অলি ইলুঙ্গা মঙ্গলবার জানিয়েছেন, প্রায় ৪২ দিন ধরে পর্যবেক্ষণ করার পর, ইবোলায় আক্রান্ত হওয়ার নতুন কোন ঘটনা না পাওয়া যাওয়ায় এই দেশের ও আন্তর্জাতিক স্বাস্থ্য নিয়ম অনুসারে ইবোলা মহামারী শেষ বলে ঘোষণা দেওয়া হয়েছে।

১৯৭৬ সালের পর থেকে এইবার সহ ডিআর কঙ্গোতে মোট নয়বার ইবোলা মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। এইবারের মহামারীর সূত্রপাত হয়েছিল বিকোরো শহরে।

সেখানে মে মাসের ৮ তারিখে প্রথম ইবোলা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়।

আজকের বাজার/একেএ