ডিএসই ও সিএসইতে সব সূচক বেড়েছে

মঙ্গলবার ২৩ জানুয়ারী ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সব সূচকে উত্থান হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় বেড়েছে লেনদেন। দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইতে ৫৬২ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন হয়েছিল ৫০২ কোটি ৪২ লাখ টাকা। আর সিএসইতে লেনদেন হয়েছে ২১ কোটি ৪১ লাখ টাকার। যা আগের দিন হয়েছিল ২১ কোটি ৯৬ লাখ টাকা।

এদিন ডিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৩০টির বা ৩৮.৯২ শতাংশ কোম্পানির। আর কমেছে ১৪৫টির বা ৪৩.৪১ শতাংশ এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির বা ১৭.৬৬ শতাংশ কোম্পানির।ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট বেড়ে দাড়িযেছে ৬২০৭ পয়েন্টে।

অন্যদিকে, সিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৯২টির বা ৩৮.৬৫ শতাংশ, কমেছে ১২৩টির বা ৫১.৬৮ শতাংশ এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির ।

আর সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৮ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১৯১৬৬ পয়েন্টে।

আজকের বাজার:এসএস/২৩জানুয়ারি ২০১৮